দুবাইয়ে প্রবাসীদের লক্ষ্য করে একটি শক্তিশালী প্রতারক চক্র আবারও সক্রিয় হয়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি মুন্না নামের এক বাংলাদেশি প্রবাসী এবং তার পরিবার এই চক্রের দ্বারা প্রতারিত হয়ে সর্বস্বান্ত হয়েছেন। জানা গেছে মুন্না মাদক সেবনের অভিযোগে দুবাইয়ে তিন মাসের কারাদণ্ড ভোগ করেন। এ সময় তার পরিবারের সঙ্গে যোগাযোগ না হওয়ায় তার বাবা রশিদ শেখ ও মা মুনিয়া বেগম চরম উদ্বেগে পড়েন।
এরপর মুন্নার পরিবারের সঙ্গে যোগাযোগ করে ঘোষপট্টির শাহিন নামে এক প্রবাসী সাহায্যের আশ্বাস দেন। তিনি দাবি করেন মুন্নাকে মুক্ত করতে ৪ লক্ষ টাকা প্রয়োজন এবং দ্রুত পাঠাতে বলেন। পরিবারটি ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে রফিক উদ্দিন মিনহাজের ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠায়। কিছুদিন পর শাহিন আবারো ফোন করে আরও ৩ লক্ষ টাকা দাবি করেন এবং তা ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে পাঠানো হয়। পরে শাহিনের স্ত্রীকে সরাসরি আরও ৭৬ হাজার টাকা দেয়া হয়। এভাবে মোট ৭ লক্ষ ৭৬ হাজার টাকা দেয়া হয় শাহিনের কথায়।
কিন্তু টাকা নেওয়ার পর শাহিন যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং টাকা ফেরত দেওয়ার কথায় হুমকি-ধামকি দেন। পরে জানা যায় মুন্না নির্দোষ প্রমাণিত হয়ে ৩ মাস পর কারাগার থেকে মুক্তি পান এবং জানান যে শাহিন তার জন্য কিছুই করেননি।
এই প্রতারণার ঘটনায় মুন্নার মা মুনিয়া বেগম ৯ নভেম্বর ২০২৫ তারিখে গোয়ালন্দ ঘাট থানায় অভিযোগ দায়ের করেন। তবে থানায় সঠিক বিচার না পাওয়ায় তিনি রাজবাড়ী জেলা আদালতে মামলা করেন যা বর্তমানে প্রক্রিয়াধীন।