ধামরাইয়ে ভুয়া এনএসআই পরিচয় দানকারী যুবক গ্রেফতার

লেখক: মামুন আহমেদ
প্রকাশ: ২ দিন আগে

ঢাকার ধামরাইয়ে ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে মোঃ ফরিদ আলী (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ফরিদ আলী নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছিল। তিনি বিভিন্ন সময়ে প্রভাবশালী ব্যক্তি সেজে ভুক্তভোগীদের ভয়ভীতি দেখিয়ে আর্থিক সুবিধা নেয়ার চেষ্টা করতেন। এ ছাড়া সরকারি চাকরি দেওয়ার নামেও একাধিককে প্রলোভন দেখানোর অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ধামরাই থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার কালামপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ভুয়া এনএসআই পরিচয়পত্রসহ কিছু নথিপত্র জব্দ করা হয়।

ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ফরিদ আলী দীর্ঘদিন ধরে এলাকায় নিজেকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষকে প্রতারিত করে আসছিলেন। আটককৃতের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।

এ বিষয়ে স্থানীয়দের দাবি, এমন ভুয়া পরিচয়ে প্রতারকরা সক্রিয় থাকায় সাধারণ মানুষ বিভ্রান্ত ও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।