ধামরাইয়ে ফজলুল হক হত্যাকাণ্ডে জড়িত ৪ আসামি গ্রেফতার

লেখক: মামুন আহমেদ জয়
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ধামরাই, ২৬ আগস্ট ২০২৫: ঢাকার ধামরাই থানার কুল্লা ইউনিয়নের রুপনগর এলাকায় রাজমিস্ত্রী ফজলুল হককে নির্মমভাবে হত্যার ঘটনায় জড়িত চারজনকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ফজলুল হক প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তদের আক্রমণের শিকার হন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত ফজলুল পথেই মারা যান। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগে ধামরাই থানায় মামলা দায়ের করা হয়।

মঙ্গলবার ভোরে ধামরাই থানার পুলিশ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরেই এলাকায় চুরি, ছিনতাই ও সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল।

ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। হত্যার পেছনে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আদালতে তাদের রিমান্ড আবেদন করা হবে।”

স্থানীয়রা জানান, ফজলুল হক ছিলেন পরিশ্রমী ও সরল চরিত্রের মানুষ। তার অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। area’s এক বাসিন্দা বলেন, “এভাবে সহিংসতা চলতে দেওয়া উচিত নয়। দ্রুত বিচার চাই।”

পুলিশ জানিয়েছে, হত্যার সঙ্গে সম্পৃক্ত অন্যদের শনাক্তকরণে অভিযান অব্যাহত থাকবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।