ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন গুরুতর আহত

লেখক: মামুন আহমেদ
প্রকাশ: ১১ ঘন্টা আগে

ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাই থানা রোড এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দ্রুতগামী ট্রাক বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের এক আরোহীর পা ছিঁড়ে যায়, যার অবস্থা আশঙ্কাজনক। অপর আরোহী মাথায় গুরুতর আঘাত পেয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে রয়েছে।