গাজীপুরে প্রকাশ্যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে মানববন্ধন করা হয়েছে।
রবিবার ( ১০ আগস্ট) বিকেল ৫ টায় ঢাকা আরিচা মহাসড়কের ধামরাই থানা বাসস্ট্যান্ডে ধামরাই প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় তুহিন হত্যায় জড়িত সকল অপরাধীকে ২৪ ঘন্টার মধ্যে আইনে আওতায় এনে শাস্তির দাবী করেন সাংবাদিকরা।
ধামরাই প্রেসক্লাবের সভাপতি আব্দুর রশিদ তুষারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধামরাই প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির সাংবাদিক আব্দুর রশিদ তুষার, কালের কন্ঠের আবু হাসান, দৈনিক ইনকিলাবের আনিস উর রহমান স্বপন, সমকালের মোখলেছুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের আজহারুল ইসলাম রাজু, আমাদের সময় পত্রিকার বাবুল হোসেন, দৈনিক খবরের কাগজ পত্রিকার মো: রুহুল আমিন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মনোয়ার হোসেন রুবেল, মুক্ত খবর পত্রিকার বাবুল হোসেন, আলোকিত বাংলাদেশ পত্রিকার রাসেল হোসেন, দৈনিক জবাবদিহি পত্রিকার আদনান হোসেনসহ উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
মানবন্ধনের বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করেছে যা শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বকে অবাক করেছে। সাংবাদিকরাই নয় বর্তমানে সাধারণ মানুষও সুরক্ষিত না। কোন সরকারই সাংবাদিকদের নিরাপত্তায় কাজ করেন নি। দূর্ণিতির বিরুদ্ধে সাংবাদিকরা কলম ধরলেই তাদেরকে প্রাণ নাশের হুমকি ও হত্যা করা হয়। সাংবাদিকদের স্বাধীনতা আজ কোথায়। তুহিন হত্যার সাথে জড়িত কেউ যেন ছাড় না পায়। দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তারকৃতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। শুধু তাই নয় এর পিছনে যেসকল মদদদাতা রয়েছে তাদেরও আইনের আওতায় আনতে হবে। তারা সারাদেশের সাংবাদিকরা আরো কঠোর কর্মসূচীর ডাক দিবেন বলে হুশিয়ারী দেন।