স্থানীয় সরকার নির্বাচনে আর থাকছে না দলীয় প্রতীক
চারটি সংশোধনী আইন অনুমোদন উপদেষ্টা পরিষদের বৈঠকে
ঢাকা, ২৪ জুলাই: মামুন আহমদ
আজ অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত চারটি সংশোধনী আইন অনুমোদন পেয়েছে। সংশোধিত আইন অনুযায়ী, এখন থেকে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে আর নির্বাচন অনুষ্ঠিত হবে না।
বৈঠকে উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলো নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। সংশোধনের ফলে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রভাব হ্রাস পাবে এবং প্রার্থীরা ব্যক্তিগত যোগ্যতা ও জনপ্রিয়তার ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে।
এই সিদ্ধান্ত স্থানীয় সরকারের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়াবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্টরা।