ধামরাইয়ে লোনের প্রলোভনে অর্থ আত্মসাৎ ও ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

লেখক: মামুন আহমেদ
প্রকাশ: ৯ ঘন্টা আগে

ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছে।

গ্রেফতার হওয়া মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন কাশিমনগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তাকে গতকাল রাতে টাঙ্গাইল জেলা থেকে গ্রেফতার করে পুলিশ।

মামলার অপর আসামি ফারুক হোসেন (৪৪) এখনো পলাতক রয়েছেন।

ভুক্তভোগীর অভিযোগ, আসামিরা তাকে সহজ শর্তে ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়ে একাধিকবার যোগাযোগ করেন এবং একপর্যায়ে তার কাছ থেকে বড় অঙ্কের টাকা আদায় করেন। এরপর কৌশলে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ভুক্তভোগীর অভিযোগ আমলে নিয়ে মামলা গ্রহণ করা হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। পলাতক আসামিকেও দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।”