ধামরাই, ঢাকা | ৫ জুলাই ২০২৫
ধামরাইয়ে আয়োজিত ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধব দেবের উল্টো রথযাত্রায় ভক্তদের বিশাল সমাগমের মাঝে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। জনসমাগমের চাপে পদদলিত হয়ে এক ভক্তের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ১০ জন।
প্রধান ঘটনা
শনিবার সন্ধ্যায় রথ টানার সময় জনতার ভিড়ে ৬৫ বছর বয়সী এক অজ্ঞাত ভক্ত অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে একটি দোকানে শুইয়ে রাখা হলে সেখানেই তিনি মারা যান।
মুন্সিগঞ্জ জেলার গৌরাঙ্গ (৬০) নামে আরও এক ভক্ত রথের ধাক্কায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। তার পায়ে আঘাত লাগে এবং স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহতদের মধ্যে কয়েকজন নারী-শিশুও রয়েছে, যাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
আগামী ও চলমান পরিস্থিতি
।গত ২৭ জুন শুরু হওয়া রথযাত্রা উৎসব শেষ হয় ৫ জুলাই উল্টো রথ টানার মধ্য দিয়ে।
উল্টো রথ টানার সময় প্রায় লক্ষাধিক ভক্ত ধামরাই পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে যশোমাধব মন্দির পর্যন্ত রথে অংশ নেন।
রথযাত্রা কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মাঠে কাজ করে পুলিশ, র্যাব ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি ব্যবহার করা হয় সিসি ক্যামেরা ও মেটাল ডিটেক্টর।
🔍 সারসংক্ষেপ
মৃত্যু ৬৫ বছর বয়সী অজ্ঞাত ভক্ত, অসুস্থ হয়ে দোকানে রেখে গেলে সেখানেই মৃত্যু
আহত গৌরাঙ্গ (৬০), রথের ধাক্কায় পায়ে আঘাত, আরও অন্তত ৯ জন আহত
উৎসব সময় ২৭ জুন–৫ জুলাই (উল্টো রথ)
নিরাপত্তা ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, সিসি ক্যামেরা ও মেটাল ডিটেক্টর ব্যবহৃত
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ভক্তের আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন স্থানীয় ভক্তরা ও আয়োজক মণ্ডলী।