ধামরাই পৌর যুবদলের একজন সাহসী, নিবেদিতপ্রাণ কর্মী আমিনুল ইসলাম সবুজ—যার নাম এখন রাজপথের প্রতিবাদ আর প্রতিরোধের প্রতীক। দেশের ফ্যাসিস্ট সরকারের শাসনামলে তিনি রাজপথে থেকে রাজনীতির কঠিনতম সময়গুলোতে সাহসিকতার সঙ্গে দলের পাশে থেকেছেন। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মোট ১০টি রাজনৈতিক মামলা, তিন মাস কারাভোগ করেছেন, এমনকি পাঁচ দিনের রিমান্ড-এর নির্মম বাস্তবতাও মোকাবিলা করেছেন।
সবুজ ছিলেন না কোনো সুবিধাভোগী, বরং ছিলেন রাজপথে দলীয় কর্মসূচি বাস্তবায়নে সর্বদা সক্রিয়। হামলা-মামলা কিংবা নিপীড়ন কোনো কিছুই তাকে দল থেকে বিচ্যুত করতে পারেনি। আজ সে দলে তার ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন কামনা করছে।
রাজনৈতিকভাবে অস্থির সময়েও যুবদলের নেতৃত্বে থাকা এমন লড়াকু কর্মীদের মূল্যায়নই পারে আগামী দিনের দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করতে। দলের উচ্চপর্যায়ের নিকট তার একটাই দাবি—যারা জীবনের ঝুঁকি নিয়ে রাজনীতি করেছে, তাদের যেন প্রাপ্য মর্যাদা ও মূল্যায়ন দেওয়া হয়।