কালামপুরে পুলিশের হানা, ১১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

লেখক: দৈনিক নবীন আলো
প্রকাশ: ৬ দিন আগে

ধামরাইয়ে ইয়াবাসহ তিন যুবক আটক

ধামরাই (ঢাকা), ২৫ জুন:
ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে ধামরাই থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে কালামপুর বাসস্ট্যান্ডের করিম ফিলিং স্টেশনের সামনে থেকে অভিযান চালিয়ে আটক করা হয় কুশুরা এলাকার শফিকুল ইসলাম বাবু (২৮), শোলধন এলাকার মোহাম্মদ মুরাদ হোসেন (৩০) এবং সম্রাট শাহীন (৩০)-কে।

ধামরাই থানার এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটককৃতদের শরীর ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ১১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, মাদক নির্মূলে ধামরাই থানা পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।