ধামরাই পৌরসভার ৯নং ওয়ার্ডে জলাবদ্ধতা ও রাস্তাঘাটের দুরবস্থা সরেজমিনে পরিদর্শন করলেন ইউএনও ও পৌর প্রশাসক

লেখক: দৈনিক নবীন আলো
প্রকাশ: ২ সপ্তাহ আগে

ধামরাই, ঢাকা | ২০ জুন ২০২৫
ধামরাই পৌরসভার ৯নং ওয়ার্ডের দীর্ঘদিনের জলাবদ্ধতা ও রাস্তাঘাটের দুরবস্থার চিত্র সরেজমিনে পরিদর্শন করেছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক। আজ দুপুরে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। এই সময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের কৃতি সন্তান, ধামরাই পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং চয়নিকা ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার এবং আরো উপস্থিত  ছিলেন ধামরাই পৌর বিএনপি সাধারণ সম্পাদক আশিকুর রহমান স্বপন এবং স্থানীয় বিএনপি নেতা কর্মী ও এলাকাবাসী

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ৯নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বিশেষ করে নিন্মাঞ্চলগুলোতে সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। সেই সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশা স্থানীয়দের ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বর্ষা মৌসুম শুরু হতেই এলাকাবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে।

এই প্রেক্ষাপটে জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে ইঞ্জিনিয়ার মারুফ নিজ উদ্যোগে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এবং আজকের এই পরিদর্শনের ব্যবস্থা করেন। পরিদর্শনকালে ইউএনও ও পৌর প্রশাসক সংশ্লিষ্ট এলাকাগুলো ঘুরে দেখেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন।

প্রশাসনের আশ্বাস:

পরিদর্শনের শেষে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,

“৯নং ওয়ার্ডের জলাবদ্ধতা ও রাস্তাঘাট নিয়ে স্থানীয়দের উদ্বেগ যৌক্তিক। আমরা ইতোমধ্যেই প্রকৌশল বিভাগকে নির্দেশ দিয়েছি দ্রুত পরিকল্পনা তৈরি করতে। অচিরেই কাজ শুরু হবে। জনগণের কষ্ট লাঘবে প্রশাসন সবসময় পাশে আছে।”

ইঞ্জিনিয়ার মারুফের ভূমিকা:

এলাকার জনপ্রিয় ও কর্মঠ সমাজসেবক ইঞ্জিনিয়ার মারুফ বলেন,

“আমার জন্ম এই ওয়ার্ডে। এই এলাকার মানুষ কীভাবে দুর্ভোগে দিন কাটাচ্ছেন, তা আমি প্রতিদিনই দেখছি। তাই চুপ করে বসে থাকিনি। আমি প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আজকের এই পরিদর্শন করিয়েছি এবং আগামীতে সমস্যা সমাধানে সক্রিয় থাকবো। এটা আমার দায়িত্ব, দায়বদ্ধতা।”

এলাকাবাসীর প্রতিক্রিয়া:

এলাকার বাসিন্দা হাফিজুর রহমান জানান,

“এই রাস্তায় বাচ্চাদের স্কুলে নেওয়া যায় না, গাড়িও ঢোকে না। এখন প্রশাসন এসে দেখে গেলো, আমরা আশাবাদী কিছু একটা হবে।”

স্থানীয় আরেক নারী বাসিন্দা রোজিনা আক্তার বলেন,

“ইঞ্জিনিয়ার মারুফ ভাই না থাকলে আমাদের কষ্ট কেউ দেখতো না। উনি সবসময় পাশে আছেন, আমরা তার প্রতি কৃতজ্ঞ।”

উপসংহার:

আজকের পরিদর্শন শুধু একটি প্রশাসনিক কার্যক্রম নয়, এটি একটি সচেতন নাগরিকের উদ্যোগের বাস্তব রূপ। ইঞ্জিনিয়ার মারুফের নেতৃত্বে এই ধরণের তৎপরতা যদি অব্যাহত থাকে, তবে ধামরাই পৌরসভার ৯নং ওয়ার্ড হবে একটি উন্নত ও বসবাসযোগ্য এলাকা – এমনটাই আশা করছেন এখানকার সাধারন মানুষ।